দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক হাজার শীতার্ত দুঃস্থ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান। ২৮ ডিসেম্বর দুপুরে সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের নিজস্ব অর্থায়নে উপজেলার পৌর এলাকার বানিয়ানিরচর ও চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান, চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান মাফুজ, যুগ্মআহ্বায়ক মানিক উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ লিটু, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান প্রমুখ।