দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, সাবেক মেয়র নুরুন্নবী অপু, দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মনিবুর রহমান, আওয়ামী লীগনেতা শাহজাহান আকন্দ, শফিউল হক মান্না, পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মীর আবু জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ আবু আহম্মেদ শাফী, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত পিএস মোস্তাফিজুর রহমান চাঁন প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।