মেলান্দহ সংবাদদাতা
বাংলারচিঠিডটকম
তীব্র শীতের কষ্টকে লাঘব কারার জন্য অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করেছে রোজী স্মৃতি সমাজ কল্যাণ সংস্থা। ২৭ ডিসেম্বর সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ১০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র চাঁদর বিতরণ করা হয়।
নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. মাকসুদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মো. তানভীর আহম্মেদ তুহিন।
এতে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক শাকিল ইমতিয়াজ বাপ্পী, প্রচার সম্পাদক মুত্তাছিম বিল্লাহ্, এলাকা ব্যবস্থাপক ফরহাদ হোসেন চঞ্চল, আব্দুল্লাহেল বাকী আরিফ, প্রকল্প ব্যবস্থাপক মাহফুজুল হক মমিন, নিরীক্ষা কর্মকর্তা প্রার্থ অপু, মুখলেছুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলানা করেন মো. আরিফুল ইসলাম।