নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে ২৬ ডিসেম্বর সকালে গরিব ও অসহায় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
গরিব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে কম্বল বিতরণের উদ্বোধন করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি দুলাল হোসাইন, কার্যকরী কমিটির সদস্য জুলফিকার মো. জাহিদ হাবিব, আনোয়ার হোসেন মুক্তা, সদস্য মাহফুজুর রহমান, আব্দুল আজিজ ও কার্যকরী কমিটির (সহযোগী) সদস্য মো. সাইফুল আলম খান লিপনসহ জামালপুর প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যরা কম্বল বিতরণে অংশ নেন।