বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুইশতাধিক অসহায়, দুস্থ ও শীতার্তের মাঝে ২৬ ডিসেম্বর কম্বল দেওয়া হয়েছে।
রোটারি ক্লাব অব ঢাকা ফোর্ট ও রোটারিয়ান ব্যারিস্টার তাসনিম রকিবের উদ্যোগে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজার এলাকা ও নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর, দাসপাড়া এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
ব্যারিস্টার তাসনিম রকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় নাজির হোসেন, সাখাওয়াত হোসেন, জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।