লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল বেলগাছা ইউনিয়নের ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইসলামপুর উপজেলা পরিষদের উদ্যোগে ২৫ ডিসেম্বর বিকেলে বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস. এম. জামাল আব্দুন নাসের বাবুল, ব্যবসায়ী মাসুম খান, জেলা পরিষদের সদস্য ওয়ারেস আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও উপজেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক খোরশেদ আলম উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন, যুবলীগ সভাপতি শাহান শাহসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।