বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ধানুয়া কামালপুর ইউনিয়নের আদিবাসি, ভিক্ষুক, অসহায় ও দুঃস্থ শতাধিক ব্যক্তিকে ২৫ ডিসেম্বর দুপুরে কম্বল দেওয়া হয়েছে। ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক চিকিৎসক পার্থ প্রতীম চৌধুরী ও তার স্ত্রী ফারজানা বেগম তমা শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মেসবাহ উল হক তুহিন, প্রকৌশলী মাহবুব শিশির, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়ের আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।