সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে ফটো সাংবাদিকদের সভা
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরে জ্যেষ্ঠ সাংবাদিক শেলু আকন্দের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ২৪ ডিসেম্বর দুপুরে শহরের বাগানবাড়ী এলাকায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের সম্পাদক মো. নূরুল হক, জামালপুর প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তুফানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা জ্যেষ্ঠ সাংবাদিক শেলু আকন্দের উপর হামলাকারী সন্ত্রাসীদের সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।