শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। সরকারি হাজী জালমামুদ কলেজ মিলনায়তনে ইত্তেফাকের নকলা প্রতিনিধি মুহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, শিক্ষানুরাগী শাহ সুফি আব্দুস সবুর, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোশারফ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে দৈনিক ইত্তেফাকের শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা প্রতিনিধি আব্দুল বাতেনের মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।