আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অভিনন্দন

মির্জা আজমকে শুভেচ্ছা জানান তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের উন্নয়নের রূপকার ও সাবেক প্রতিমন্ত্রী জামালপুর-৩ আসন থেকে টানা ছয় বার নির্বাচিত সংসদ সদস্য মির্জা আজম বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান।

২৩ ডিসেম্বর সকালে জাতীয় সংসদ ভবনে মির্জা আজমের কার্যালয়ে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান তাকে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান প্রধানমন্ত্রী ও নব-নির্বাচিত সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন।

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা মির্জা আজম সাংগঠনিক সম্পাদক হিসেবে তার মেধা, প্রজ্ঞা ও দক্ষতা দিয়ে আগামীতে আওয়ামী লীগকে তিনি এগিয়ে নিবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাবেন।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী আরো অনেক দিন বাংলাদেশকে, দেশের মানুষকে পথের আলো দেখিয়ে যাবেন, এই হোক আজকের অঙ্গীকার।’


বাংলারচিঠিডটকমের ফেসবুক পাতায় লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

sarkar furniture Ad
Green House Ad