মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ সংবাদদাতা
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের নবগঠিত কমিটির সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অন্যান্যদের অভিনন্দন জানিয়ে ২১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় আনন্দ মিছিল করেছে মেলান্দহ যুবলীগ।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ শেষে শাপলা মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল, শ্রমিকলীগের সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম, যুবলীগের সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ্, সাধারণ সম্পাদক শাহীন বাঘা প্রমুখ।
আরো পড়ুন : মির্জা আজম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ