মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরে সিআইজি মৎস্যচাষীদের মাঝে জাল বিতরণ করা হয়েছে। ১৫ ডিসেম্বর সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তর এসব জাল বরাদ্দ দিয়েছে।
জামালপুর সদরের জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ১৫টি ইউনিয়নের ৩০ জন সিআইজি মৎস্যচাষীদের মাঝে জাল বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ও মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক ড. আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খামার ব্যবস্থাপক কবির উদ্দিন আহাম্মেদ।