জামালপুরে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির উদ্যোগে ১৪ ডিসেম্বর জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ ও মিছিল বের করে জেলা বিএনপি।

১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের সকালে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে সকাল সাড়ে ৭টায় শহরের তমালতলা মোড় থেকে বের হয় মিছিল। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। মিছিল শেষে শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় জামালপুর মহাশ্মশান ঘাটে শহীদ বুদ্ধিজীবী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিএনপি ও অঙ্গসহযোগী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এসব কর্মসূচিতে অংশ নেন।

sarkar furniture Ad
Green House Ad