সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সফলতা কামনা করে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পক্ষে মসজিদে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ১৩ ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর আরামনগর বাজার আবেদ তালুকদার জামে মসজিদে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
জানা যায়, আগামী ২০ ও ২১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের সফলতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের পক্ষে জুমার নামাজের পর আরামনগর বাজার আবেদ তালুকদার জামে মসজিদে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাকিম। এর পর মসজিদে আসা মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগনেতা মজিবর রহমান।