সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক’ প্রচার কার্যক্রমের আওতায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর সকালে জামালপুর জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে সরিষাবাড়ী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন নবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম ভিপি, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী অনার্স কলেজের ভিপি নাজমুল হাসান বজলু, জিএস রাজন আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করেন।