সাধুরপাড়া ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধে শোভাযাত্রা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাল্যবিয়ে মুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত করার লক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১১ ডিসেম্বর সকালে কেবি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
শোভাযাত্রায় কেবি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির, ইউপি সদস্য নুরু মিয়া, ইউপি সদস্য জাকারিয়া হাবিব সুজন, এরশাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেবি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।