ওয়ার্ল্ড ভিশনের নারী উদ্যোক্তাদের আর্থিক ভর্তুকি প্রদান

এনএসভিসি প্রকল্পের নারী উদ্যোক্তাদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন নিউট্রিশন সেনসিটিভ ভ্যালু চেইনস ফর স্মলহোল্ডার ফারমার্স (এনএসভিসি) প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে প্রকল্পের নারী চাষীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন কৃষিভিত্তিক উদ্যোগকে সাফল্যমন্ডিত করার জন্য প্রশিক্ষণের পাশাপাশি এ বছর প্রকল্পের ২৩ জন নারী উদ্যোক্তাদের মাঝে আর্থিক ভর্তুকি প্রদান করেছে। এর মধ্যে রয়েছে পাওয়ার টিলার, সেচ, মোবাইল বীজ বিক্রেতা, পাওয়ার স্প্রেয়ার, পাওয়ার থ্রেসার, কোকোপিট নার্সারী ইত্যাদি।

১১ ডিসেম্বর ওয়ার্ল্ড ভিশন জামালপুর কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জাকিয়া সুলতানা, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা বাজার বিষয়ক কর্মকর্তা মো. হাবিল উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন এনএসভিসি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তাগণ উপস্থিত নারী কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।

sarkar furniture Ad
Green House Ad