সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতিবিরোধী কমিটি আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে ৯ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য খোরশেদুল আলম, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমাউন কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, সাধারণ সম্পাদক আন্নু মিয়া, সদস্য সাংবাদিক বাদশা ভূইয়া প্রমুখ।
মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।