নকলায় দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন, শিক্ষার্থী সমাবেশ

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকালে ঢাকা-শেরপুর মহাসড়কের হল চত্বর মোড়ে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো, বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, বিএডিসি নকলা হিমাগারের (আলু বীজ) উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, সম্পাদক আবু হানিফ, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সুহেল, এমবি টিভির সাংবাদিক শফিউল আলম লাভলুসহ নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
