![](http://banglarchithi.com/wp-content/uploads/2019/12/Melandah-Pic-8-dec.jpg)
মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ সংবাদদাতা
বাংলারচিঠিডটকম
৮ ডিসেম্বর মেলান্দহ হানাদারমুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলায় সকাল ৮টায় উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিকেল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলান্দহ হানাদারমুক্তকারী আব্দুল করিম মেম্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ, মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক এস এম মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, যুবলীগ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।