দেওয়ানগঞ্জে প্রশিক্ষিত দরিদ্র নারীরা পেল সেলাই মেশিন

দেওয়ানগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বস্তি ও ক্লাস্টারের ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নর্দান বাংলাদেশ ইন্ট্রিগ্রেটেড ডেভেলপম্যান্ট প্রজেক্ট (নবিদেপ) এর আওতায় নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য ৪৫ দিনের সেলাই প্রশিক্ষণ শেষে ৮ ডিসেম্বর বিকালে পৌরসভার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। এতে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ পৌরসভার সচিব নুরুল ইসলাম মিন্টু, প্রকৌশলী মোশারফ হোসেন, সুবিধাভোগী হোসনা বেগম ও শিউলী বেগম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মাসুদ রানা, কর নির্ধারক জিল্লুর রহমান, হিসাব রক্ষক শফিকুল ইসলাম, সহকারী হিসাব রক্ষক সাইদুর রহমান প্রমুখ।