মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর বিকেলে কেন্দুয়া কালীবাড়ী বাজার এলাকায় এ বর্ধিত সভার আয়োজন করে জামালপুর সদর উপজেলা যুবলীগ।
জামালপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
জামালপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ।
এছাড়া বর্ধিত সভায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, জেলা যুবলীগের সহ-সভাপতি মো. বাবুল আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী রাশেদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক রাতুল সাহা, জামালপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামান জিল্লুর, দপ্তর সম্পাদক লুৎফর রহমান সবুজসহ ১৫টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দলের সাংগঠনিক বিষয়ের উপর বক্তব্য রাখেন।