বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের আওতায় আত্মনির্ভরশীল দলের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর সিডস প্রকল্পের দেওয়ানগঞ্জ প্রকল্প কার্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন সিডস প্রকল্পের ব্যবস্থাপক এস এ শামসুদ্দীন। প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করেন সিডস প্রকল্পের দেওয়ানগঞ্জ উপজেলা সমন্বয়কারী রবিউল এমরান।
প্রশিক্ষণে বাহাদুরাবাদ, চিকাজানী ও চুকাইবাড়ী ইউনিয়নের আত্মনির্ভরশীল দলের সভাপতি ও সম্পাদকসহ ২৪ জন অংশ নেন।
দল কি, নেতা কাকে বলে, ভাল নেতার বৈশিষ্ট্যসহ নেতৃত্ব বিকাশ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।