সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের কাছারিপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৬ ডিসেম্বর সকালে ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম জহুরুল ইসলাম মনসুর, প্রধান শিক্ষক মো. সফিউর রহমান, জ্যেষ্ঠ শিক্ষক আওয়ামী লীগনেতা মজিবুল ইসলাম দিলীপ, বিদ্যুৎসাহী সদস্য আওয়ামী লীগ সরোয়ার হোসেন শান্ত, পৌর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জল, জেলা যুবলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এ কে এম জয়নুল ইসলাম জনিসহ বিদ্যালয়টির অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ মোনাজাতে অংশ নেন।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটির নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৭৫ লাখ টাকা।