মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলায় জেলা বেকারি মালিক সমিতির এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর রাতে মেলান্দহ উপজেলার বণিক সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
মেলান্দহ উত্তর-পশ্চিম বেকারি মালিক সমিতির সভাপতি মো. চাঁন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সদস্য ও জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মো. এনামুল হক খান মিলন।
পরামর্শ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ উত্তর-পশ্চিম বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল। এ সময় বেকারি মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।