ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন ক্রীড়াবিদ আউয়ালের স্মরণসভা অনুষ্ঠিত র‍্যাবের অভিযান : নালিতাবাড়ীতে ২৬০ বোতল ভারতীয় মদ জব্ধ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৯-১ গোলে হারিয়েছে শ্রীলংকাকে জামালপুরে নিহত দুই পরিবহন শ্রমিক পরিবার পেল আর্থিক সহায়তা নালিতাবাড়ী সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশ ইন করেছে বিএসএফ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ইমরানের পরিবারের পাশে মাদারগঞ্জের যুবদলনেতা মোখলেছ এসএসসি : মাদারগঞ্জে ৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি এসএসসি : ময়মনসিংহ বোর্ডে সেরা জামালপুর, পাশের হার ৬০.১৯ % বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে পুশইন

জামালপুরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে সভা

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ এই প্রতিপাদ্যের আলোকে ৩ ডিসেম্বর জামালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পরামর্শমূলক সভা ও সংবাদ বর্ণনা করা হয়। জেলা পরিবার পরিকল্পনা দপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার।

জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক চিকিৎসক সাজদা-ই-জান্নাত, সহকারী পরিচালক হুমায়ুন কবীর তালুকদার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে হোসেন মাকাম প্রমুখ।

সভায় আলোচকরা বলেন, প্রতিটি প্রসবই ঝুঁকিপূর্ণ তাই হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রসব সেবা নেয়া জরুরি। এর ফলে নিরাপদ প্রসব নিশ্চিত হয় এবং মা ও শিশুর মৃত্যু-ঝুঁকি হ্রাস পায়। এছাড়া প্রসবের পর পরই পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা যায়। একই খরচে প্রসব সেবা ও পরিবার পরিকল্পনা সেবা পাওয়া যায়।

উল্লেখ, আগামী ৭-১২ ডিসেম্বর সারাদেশের মতো জামালপুরেও পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে। এসময় পরিবার কল্যাণকেন্দ্রে, মাতৃসদনসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে সেবাদান, মাইক, লিফলেট, স্টিকার বিতরণ, ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া উঠান বৈঠক ও মা সমাবেশের আয়োজনের পরিকল্পন্যা রয়েছে বলে পরিবার পরিকল্পনা সংশ্লিষ্টরা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

জামালপুরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে সভা

আপডেট সময় ০৭:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ এই প্রতিপাদ্যের আলোকে ৩ ডিসেম্বর জামালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পরামর্শমূলক সভা ও সংবাদ বর্ণনা করা হয়। জেলা পরিবার পরিকল্পনা দপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার।

জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক চিকিৎসক সাজদা-ই-জান্নাত, সহকারী পরিচালক হুমায়ুন কবীর তালুকদার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে হোসেন মাকাম প্রমুখ।

সভায় আলোচকরা বলেন, প্রতিটি প্রসবই ঝুঁকিপূর্ণ তাই হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রসব সেবা নেয়া জরুরি। এর ফলে নিরাপদ প্রসব নিশ্চিত হয় এবং মা ও শিশুর মৃত্যু-ঝুঁকি হ্রাস পায়। এছাড়া প্রসবের পর পরই পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা যায়। একই খরচে প্রসব সেবা ও পরিবার পরিকল্পনা সেবা পাওয়া যায়।

উল্লেখ, আগামী ৭-১২ ডিসেম্বর সারাদেশের মতো জামালপুরেও পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে। এসময় পরিবার কল্যাণকেন্দ্রে, মাতৃসদনসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে সেবাদান, মাইক, লিফলেট, স্টিকার বিতরণ, ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া উঠান বৈঠক ও মা সমাবেশের আয়োজনের পরিকল্পন্যা রয়েছে বলে পরিবার পরিকল্পনা সংশ্লিষ্টরা জানান।