ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেকোন মূল্যে মাদক প্রতিরোধ করতে হবে : পুলিশ সুপার সৈয়দ রফিকুল জামালপুরে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়, প্রচারাভিযান জামালপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ সন্তান নেই মাতৃত্বকালীন ভাতা সুভিধাভোগী মহিলা ইউপি সদস্য শরিফপুর বেপারীপাড়ায় এলাকাবাসীর আতঙ্কের নাম ভূমিদস্যু জাহাঙ্গীর আলম জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন : মুজাহিদ বিল্লাহ ফারুকী সভাপতি জাহাঙ্গীর সেলিম সম্পাদক র‌্যাবের অভিযান : শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীকে হত্যা মামলার আসামি মুকুল গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে ছয় সংস্কার কমিশন প্রধানের বৈঠক সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন : নাহিদ ইসলাম জামালপুরে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ

এসএ গেমসে তৃতীয় দিনে বাংলাদেশের তিনটি স্বর্ণ পদক জয়

বাংলারচিঠিডটকম ডেস্ক : এসএ গেমসে কারাতে ইভেন্ট থেকে বাংলাদেশের হয়ে তিনটি স্বর্ণ পদক জয় করেছেন আল আমিন, মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। নেপালের ললিতপুরের কারাতে একাডেমিতে ত্রয়োদশ এসএ গেমসে ৩ ডিসেম্বর তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্টগুলো।

পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেণির কুমিত বিভাগের ফাইনালে পাকিস্তানি প্রতিপক্ষ জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে দিনের প্রথম স্বর্ণ পদকটি এনে দেন আল আমিন।

আল আমিনের পর দেশের হয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক জয় করেন মারজান আক্তার প্রিয়া। মহিলাদের ৫৫ কেজি ওজন শ্রেণির কুমিত কারাতে ইভেন্টের ফাইনালে তিনি ৪-৩ পয়েন্টে পরাজিত করেন পাকিস্তানের কাউসার সানাকে। এর আগে সেমি-ফাইনালে স্বাগতিক নেপালের মানিষ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তিনি।

দিনের শেষ দিকে হুমাইরা আক্তার অন্তরা মহিলা কারাতের ৬১ কেজি ওজন শ্রেণির কুমিত ফাইনালে নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন। আসরে এটি তার দ্বিতীয় স্বর্ন পদক। এর আগে গতকাল বাংলাদেশের হয়ে নিজের প্রথম স্বর্ণ পদকটি জয়ে করেছেন বাংলাদেশের এই কৃতি কারাতেকার। এ দিন বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জয় করেন দিপু চাকমা। রাঙ্গামাটির এই কৃতি অ্যাথলেট তায়কান্দো পুমস এর ২৯ বছর উর্ধ্ব ক্যাটাগরিতে স্বর্ণ পদক জয় করেছিলেন।

এ দিকে পুরুষদের হাই জাম্পে ২.১৬ মিটার উচ্চতা অতিক্রম করে ভারতের চেতন বালাসুবের সঙ্গে যৌথভাবে রৌপ্য পদক জয় করেছেন বাংলাদেশ দলের অ্যাথলেট মাহফুজুর রহমান। এটি ছিল তার নতুন জাতীয় রেকর্ডও। এর আগে বাংলাদেশের জাতীয় রেকর্ড ছিল ২.১৫ মিটার। ওই ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছেন ভারতের সাবেশ অনিল।

একই দিন উশু থেকে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দেন মোহাম্মদ ওমর ফারুক। তিনি ৯.৩৪ পয়েন্ট নিয়ে রৌপ্য পদকটি জয় করেন। এই ইভেন্টে ৯.৪৮ পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক জয় করেছেন স্বাগতিক নেপালের বিজয় সিনজালি।

এছাড়া উশুর মহিলা ক্যাটাগরিতে ৭.৫৩ পয়েন্ট নিয়ে শ্রীলংকার সৌম্য প্রভাকরের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশের নূর বাহার বেগম। এই ইভেন্টে নেপালের সুষ্মিতা তামাং স্বর্ণ ও শ্রীলংকার পিএইচজি ওয়াতসালা রৌপ্য পদক জয় করেছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

যেকোন মূল্যে মাদক প্রতিরোধ করতে হবে : পুলিশ সুপার সৈয়দ রফিকুল

এসএ গেমসে তৃতীয় দিনে বাংলাদেশের তিনটি স্বর্ণ পদক জয়

আপডেট সময় ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯

বাংলারচিঠিডটকম ডেস্ক : এসএ গেমসে কারাতে ইভেন্ট থেকে বাংলাদেশের হয়ে তিনটি স্বর্ণ পদক জয় করেছেন আল আমিন, মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। নেপালের ললিতপুরের কারাতে একাডেমিতে ত্রয়োদশ এসএ গেমসে ৩ ডিসেম্বর তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্টগুলো।

পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেণির কুমিত বিভাগের ফাইনালে পাকিস্তানি প্রতিপক্ষ জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে দিনের প্রথম স্বর্ণ পদকটি এনে দেন আল আমিন।

আল আমিনের পর দেশের হয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক জয় করেন মারজান আক্তার প্রিয়া। মহিলাদের ৫৫ কেজি ওজন শ্রেণির কুমিত কারাতে ইভেন্টের ফাইনালে তিনি ৪-৩ পয়েন্টে পরাজিত করেন পাকিস্তানের কাউসার সানাকে। এর আগে সেমি-ফাইনালে স্বাগতিক নেপালের মানিষ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তিনি।

দিনের শেষ দিকে হুমাইরা আক্তার অন্তরা মহিলা কারাতের ৬১ কেজি ওজন শ্রেণির কুমিত ফাইনালে নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন। আসরে এটি তার দ্বিতীয় স্বর্ন পদক। এর আগে গতকাল বাংলাদেশের হয়ে নিজের প্রথম স্বর্ণ পদকটি জয়ে করেছেন বাংলাদেশের এই কৃতি কারাতেকার। এ দিন বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জয় করেন দিপু চাকমা। রাঙ্গামাটির এই কৃতি অ্যাথলেট তায়কান্দো পুমস এর ২৯ বছর উর্ধ্ব ক্যাটাগরিতে স্বর্ণ পদক জয় করেছিলেন।

এ দিকে পুরুষদের হাই জাম্পে ২.১৬ মিটার উচ্চতা অতিক্রম করে ভারতের চেতন বালাসুবের সঙ্গে যৌথভাবে রৌপ্য পদক জয় করেছেন বাংলাদেশ দলের অ্যাথলেট মাহফুজুর রহমান। এটি ছিল তার নতুন জাতীয় রেকর্ডও। এর আগে বাংলাদেশের জাতীয় রেকর্ড ছিল ২.১৫ মিটার। ওই ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছেন ভারতের সাবেশ অনিল।

একই দিন উশু থেকে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দেন মোহাম্মদ ওমর ফারুক। তিনি ৯.৩৪ পয়েন্ট নিয়ে রৌপ্য পদকটি জয় করেন। এই ইভেন্টে ৯.৪৮ পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক জয় করেছেন স্বাগতিক নেপালের বিজয় সিনজালি।

এছাড়া উশুর মহিলা ক্যাটাগরিতে ৭.৫৩ পয়েন্ট নিয়ে শ্রীলংকার সৌম্য প্রভাকরের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশের নূর বাহার বেগম। এই ইভেন্টে নেপালের সুষ্মিতা তামাং স্বর্ণ ও শ্রীলংকার পিএইচজি ওয়াতসালা রৌপ্য পদক জয় করেছেন।সূত্র:বাসস।