জামালপুরে বিএনএফ দিবস উদযাপিত

কেক কেটে বিএনএফ দিবস উদযাপনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ১৫ বছর পদার্পণ উপলক্ষে জামালপুরে বিএনএফ দিবস উদযাপিত হয়েছে। ২ ডিসেম্বর বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সংগঠনটির ১৫ বছর পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুরের মনিরাজপুর সমাজসেবা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে কেক কেটে দিবসটি উদযাপনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলান্দহ ঝাউগড়া এডভান্সমেন্ট সোসাইটি-এএস এর নির্বাহী পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক, শরিফপুর প্রবাহ সেবা সংস্থা-প্রসেস এর নির্বাহী পরিচালক আনজুমান আরা বেগম, মেলান্দহের ভাবকী উদয়ন মহিলা সমিতির নির্বাহী পরিচালক মো. বেলায়েত হোসেন, ভাবকী বহুমুখী সেবা সংঘের নির্বাহী পরিচালক ইউসুফ আলী, আদর্শ সমাজ প্রযুক্তি সেবা সংস্থার নির্বাহী পরিচালক জাহেদুল ইসলাম, বাগেরহাটা বটতলা দারিদ্র নিরোধ কার্যক্রম-দানিকা এর নির্বাহী পরিচালক সামছুদ্দিন বাবর, জাহাঙ্গীর আলম, সামছুল হক, মো. সেলিম রেজা বাদল ও আব্দুল জলিল প্রমুখ।

অনুষ্ঠানে বিএনএফের সকল সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ অংশ নেয়।