জামালপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলার বিভিন্ন সমস্যা ও তা সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান প্রমুখ।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, জুয়া, চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন অপরাধ কমিয়ে আনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সভায় সদরের ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।