বকশীগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শনে অতিরিক্ত সচিব আবদুল আলিম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক (অতিরিক্ত সচিব) আবদুল আলিম।
২৭ নভেম্বর বিকালে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম জামশেদ খোন্দকার ও উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে অতিরিক্ত সচিব আবদুল আলিম উপজেলা পরিষদের নির্মাণাধীন প্রধান ফটক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জামালপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম জামশেদ খোন্দকার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ ও ছাত্রলীগনেতা আলভী তালুকদারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।