জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইসলামপুরে প্রযুক্তি মেলা
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় দুইদিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পাবলিক হল মাঠে এ মেলার আয়োজন করা হয়।
২৫ নভেম্বর সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আবদুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।