খালেদ মোশারফ ও রাশেদ মোশারফের মৃত্যুবার্ষিকী পালিত

সেক্টর কমান্ডার খালেদ মোশারফ ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের স্মরণসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় সেক্টর কমান্ডার খালেদ মোশারফের ৪৪তম ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর পৌর এলাকার শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গার্লস হাই স্কুল এন্ড কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাভেদ মোশারফ রূপকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, প্রাক্তন শিক্ষক শাহ আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, মৌলানা আবুল কাসেম প্রমুখ।

পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

sarkar furniture Ad
Green House Ad