জামালপুরে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক মাদক কারবারি সামিউল পরামানিক ও আব্দুল মালেক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ২৪ নভেম্বর রাতে পৃথক অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় মাদারগঞ্জ উপজেলার নিশিন্তপুর গ্রামে ধৃত আসামি মো. আব্দুল মালেক পরামানিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠান থেকে মাদক কারবারি মো. সামিউল পরামানিক (৪৫) ও মো. আব্দুল মালেককে (৫৫) আটক করা হয়। তারা উপজেলার নিশ্চিন্তপুর ধুলাউড়ি গ্রামের মৃত কিসমত আলী পরামানিকের ছেলে।

গ্রেপ্তার মাদক কারবারিদের কাছ থেকে ১ হাজার ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের অভিযানে চোলাই মদসহ আটক মাদক কারবারি ফারুক আদহাম। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ নভেম্বর রাত আটটার দিকে জামালপুর পৌর শহরের দয়াময়ী মোড়ে সিএন্ডবি সড়ক থেকে দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয় করার অপরাধে এক মাদক কারবারিকে আটক করেছে। মাদক কারবারি মো. ফারুক আদহাম (৫৬) সদর উপজেলার খড়খড়িয়া গ্রামের মৃত আক্তারুজ্জামানের ছেলে। তার কাছ থেকে দেশীয় তৈরি মোট ৩ হাজার মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া উভয় অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

sarkar furniture Ad
Green House Ad