ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার নকলায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪ কোয়ার্টার ফাইনালে চোখ ফ্রান্স, ইতালি ও পর্তুগালের ইসরাইলি হামলায় লেবাননে ৩৩ জনের প্রাণহানি মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদে নিয়োগ দিলেন ট্রাম্প সরিষাবাড়ীতে বন্যার্তদের চাল বিতরণ না করায় নষ্ট হওয়ার অভিযোগ শেরপুরে ছাত্রহত্যা মামলার আসামি সোহেল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার জামালপুর সদরের দমদমায় ৩৯৮ বস্তা সরকারি চাল উদ্ধার, কালোবাজারিচক্রকে খুঁজছে র‌্যাব জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা জামালপুরে পৌর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জামালপুরে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক মাদক কারবারি সামিউল পরামানিক ও আব্দুল মালেক। ছবি : বাংলারচিঠিডটকম

র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক মাদক কারবারি সামিউল পরামানিক ও আব্দুল মালেক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ২৪ নভেম্বর রাতে পৃথক অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় মাদারগঞ্জ উপজেলার নিশিন্তপুর গ্রামে ধৃত আসামি মো. আব্দুল মালেক পরামানিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠান থেকে মাদক কারবারি মো. সামিউল পরামানিক (৪৫) ও মো. আব্দুল মালেককে (৫৫) আটক করা হয়। তারা উপজেলার নিশ্চিন্তপুর ধুলাউড়ি গ্রামের মৃত কিসমত আলী পরামানিকের ছেলে।

গ্রেপ্তার মাদক কারবারিদের কাছ থেকে ১ হাজার ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের অভিযানে চোলাই মদসহ আটক মাদক কারবারি ফারুক আদহাম। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ নভেম্বর রাত আটটার দিকে জামালপুর পৌর শহরের দয়াময়ী মোড়ে সিএন্ডবি সড়ক থেকে দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয় করার অপরাধে এক মাদক কারবারিকে আটক করেছে। মাদক কারবারি মো. ফারুক আদহাম (৫৬) সদর উপজেলার খড়খড়িয়া গ্রামের মৃত আক্তারুজ্জামানের ছেলে। তার কাছ থেকে দেশীয় তৈরি মোট ৩ হাজার মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া উভয় অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার

জামালপুরে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক মাদক কারবারি সামিউল পরামানিক ও আব্দুল মালেক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ২৪ নভেম্বর রাতে পৃথক অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় মাদারগঞ্জ উপজেলার নিশিন্তপুর গ্রামে ধৃত আসামি মো. আব্দুল মালেক পরামানিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠান থেকে মাদক কারবারি মো. সামিউল পরামানিক (৪৫) ও মো. আব্দুল মালেককে (৫৫) আটক করা হয়। তারা উপজেলার নিশ্চিন্তপুর ধুলাউড়ি গ্রামের মৃত কিসমত আলী পরামানিকের ছেলে।

গ্রেপ্তার মাদক কারবারিদের কাছ থেকে ১ হাজার ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের অভিযানে চোলাই মদসহ আটক মাদক কারবারি ফারুক আদহাম। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ নভেম্বর রাত আটটার দিকে জামালপুর পৌর শহরের দয়াময়ী মোড়ে সিএন্ডবি সড়ক থেকে দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয় করার অপরাধে এক মাদক কারবারিকে আটক করেছে। মাদক কারবারি মো. ফারুক আদহাম (৫৬) সদর উপজেলার খড়খড়িয়া গ্রামের মৃত আক্তারুজ্জামানের ছেলে। তার কাছ থেকে দেশীয় তৈরি মোট ৩ হাজার মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া উভয় অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।