জামালপুরে ৬০০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি আব্দুর রহিম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুুর পৌর এলাকার ছনকান্দা থেকে ২০ নভেম্বর রাতে ৬০০টি ইয়াবা বড়িসহ আব্দুর রহিম (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রহিমের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বোয়ালমারী মধ্যপাড়া এলাকায়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এসআই ফজলে মাসুদের নেতৃত্বে এএসআই কামরুল হাসান ও এএসআই শুভাগতসহ ডিবির একটি দল ২০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছনকান্দা শেরপুর-জামালপুর ব্রীজ সংলগ্ন একটি খাবার হোটেলের সামনে আব্দুর রহিমের দেহ তল্লাশী করে ৬০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। মাদক কারবারি আব্দুর রহিম কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বোয়ালমারী মধ্যপাড়া এলাকার জেহের আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ২১ নভেম্বর জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad