ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এন্টিবায়োটিক নিরব মহামারী হয়ে আসছে- জামালপুরে সিভিল সার্জন

জামালপুরে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে শহরে শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে শহরে শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জনসচেতনতার অভাবে যত্রতত্র এন্টিবায়োটিক সেবনের ফলে ক্রমশই মহামারী আকারে ধেয়ে আসছে মরণব্যধি কিডনী রোগ, ক্যান্সারসহ নানা সংক্রামক। মানুষের জীবনঘাতি এইসব ভয়াবহ রোগের হাত থেকে রক্ষা পেতে হলে এন্টিবায়োটিক বিষয়ে অধিক সচেতনতা প্রয়োজন। এই অতি প্রয়োজনীয় ওষুধ বিক্রির ক্ষেত্রে দোকান মালিক ও কর্মচারীদেরও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। জনস্বার্থে প্রয়োজনে আইন প্রয়োগ করে নিয়ন্ত্রণ করতে হবে। ২১ নভেম্বর বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কথাগুলো বলেন জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়।

সপ্তাহ উদযাপনের প্রথম দিনে সকালে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গন থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণের পর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক প্রফুল্ল কুমার রায়, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সেলিনা আক্তার, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ। আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক উত্তম কুমার সরকার।

সপ্তাহটি উপলক্ষে জেলাব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান সিভিল সার্জন কার্যালয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এন্টিবায়োটিক নিরব মহামারী হয়ে আসছে- জামালপুরে সিভিল সার্জন

আপডেট সময় ০৯:১৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
জামালপুরে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে শহরে শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জনসচেতনতার অভাবে যত্রতত্র এন্টিবায়োটিক সেবনের ফলে ক্রমশই মহামারী আকারে ধেয়ে আসছে মরণব্যধি কিডনী রোগ, ক্যান্সারসহ নানা সংক্রামক। মানুষের জীবনঘাতি এইসব ভয়াবহ রোগের হাত থেকে রক্ষা পেতে হলে এন্টিবায়োটিক বিষয়ে অধিক সচেতনতা প্রয়োজন। এই অতি প্রয়োজনীয় ওষুধ বিক্রির ক্ষেত্রে দোকান মালিক ও কর্মচারীদেরও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। জনস্বার্থে প্রয়োজনে আইন প্রয়োগ করে নিয়ন্ত্রণ করতে হবে। ২১ নভেম্বর বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কথাগুলো বলেন জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়।

সপ্তাহ উদযাপনের প্রথম দিনে সকালে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গন থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণের পর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক প্রফুল্ল কুমার রায়, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সেলিনা আক্তার, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ। আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক উত্তম কুমার সরকার।

সপ্তাহটি উপলক্ষে জেলাব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান সিভিল সার্জন কার্যালয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।