বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে বাদল মিয়া (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর নির্মম মৃত্যু হয়েছে। ১৯ নভেম্বর বিকাল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে এ ঘটনা ঘটে। বাদল মিয়া সাজিমারা গ্রামের হাজি মেসের আলীর ছেলে। তিনি নিলক্ষিয়া বাজারে কাপড় বিক্রি করতেন।
জানা গেছে, বাদল মিয়া তার নিজের ঘরে নতুন একটি ফ্রিজে সংযোগ নিতে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতের একটি তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। এ সময় স্বজনরা তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।