বাংলারচিঠিডটকম ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে পাস হওয়া তিনটি বিলে সম্মতি প্রদান করেছেন। ১৮ নভেম্বর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিল তিনটি হচ্ছে – বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৯, বাংলাদেশ পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) বিল, ২০১৯ ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) বিল, ২০১৯। সূত্র:বাসস