ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় : ভার্মা দেওয়ানগঞ্জে লাভজনক হয়ে উঠেছে পানিফল চাষ জিলবাংলা সুগার মিল : বেড়েছে আখের উৎপাদন, বাড়বে চিনি উৎপাদনও জামালপুর পৌরসভায় স্যানিটেশন উপ-আইন প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ডিগ্রিরচর বাজারে নির্মিত হচ্ছে শেডঘর, ব্যয় হবে ৭০ লাখ টাকা প্রতিবন্ধীদের সুরক্ষায় জামালপুর ডিসির অঙ্গীকার খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ : সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যোৎসাহী কাফি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই শান্ত-মুশফিক-হৃদয়, এক বছর পর দলে ফিরলেন আফিফ ব্রিকসকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

মামলার জট কমাতে ব্যাপক ভূমিকা রাখছে গ্রাম আদালত

গ্রাম আদালতের রিফ্রেশার্স প্রশিক্ষণে কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

গ্রাম আদালতের রিফ্রেশার্স প্রশিক্ষণে কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

গ্রাম আদালত গ্রামীণ ছোট খাটো বিরোধ-বিবাদ নিষ্পত্তির মাধ্যমে সমাজে স্থায়ী শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং উচ্চ আদালতের মামলার জট কমাতে ব্যাপক ভূমিকা রাখছে। গ্রাম আদালত আইন অনুযায়ী বর্তমানে দেশের সকল ইউনিয়নে আদালত চলমান রয়েছে। আদালত সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালা পরিচালনা করা হয়েছে। উদ্ধুদ্ধকরণ কার্যক্রম চলমান আছে। সপ্তাহে এক দুই দিন গ্রাম আদালতের জন্য নির্ধারিত রয়েছে।

ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম আদালত সহকারীগণ নিয়মিত গ্রাম আদালত পরিচালনায় সহযোগিতা, মামলার নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণ, জন সচেতনতা সৃষ্টি ও সম্পৃক্ততা বৃদ্ধিকরণ, গ্রাম আদালতকে নারী বান্ধবকরণ এবং নিয়মিত প্রতিবেদন প্রেরণে ভূমিকা রাখছেন।

মানসম্মত, সক্রিয় ও কার্যকর গ্রাম আদালত পরিচালনার জন্য বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উপন্নয়ন কর্মসূচি’র আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায়-২) প্রকল্প কার্যক্রম দেশের এক হাজার ৮০টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। জামালপুরের চারটি উপজেলা ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জের ৩৮টি ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ১২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন।

এতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ইউএনডিপি জেলা প্রতিনিধি মালিক শামীম আক্তার, রিপোটিং ও মনিটরিং কর্মকর্তা সোনিয়া সুলতানা, জেলা সমন্বয়কারী শরিফুল ইসলাম, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা

মামলার জট কমাতে ব্যাপক ভূমিকা রাখছে গ্রাম আদালত

আপডেট সময় ০৩:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
গ্রাম আদালতের রিফ্রেশার্স প্রশিক্ষণে কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

গ্রাম আদালত গ্রামীণ ছোট খাটো বিরোধ-বিবাদ নিষ্পত্তির মাধ্যমে সমাজে স্থায়ী শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং উচ্চ আদালতের মামলার জট কমাতে ব্যাপক ভূমিকা রাখছে। গ্রাম আদালত আইন অনুযায়ী বর্তমানে দেশের সকল ইউনিয়নে আদালত চলমান রয়েছে। আদালত সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালা পরিচালনা করা হয়েছে। উদ্ধুদ্ধকরণ কার্যক্রম চলমান আছে। সপ্তাহে এক দুই দিন গ্রাম আদালতের জন্য নির্ধারিত রয়েছে।

ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম আদালত সহকারীগণ নিয়মিত গ্রাম আদালত পরিচালনায় সহযোগিতা, মামলার নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণ, জন সচেতনতা সৃষ্টি ও সম্পৃক্ততা বৃদ্ধিকরণ, গ্রাম আদালতকে নারী বান্ধবকরণ এবং নিয়মিত প্রতিবেদন প্রেরণে ভূমিকা রাখছেন।

মানসম্মত, সক্রিয় ও কার্যকর গ্রাম আদালত পরিচালনার জন্য বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উপন্নয়ন কর্মসূচি’র আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায়-২) প্রকল্প কার্যক্রম দেশের এক হাজার ৮০টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। জামালপুরের চারটি উপজেলা ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জের ৩৮টি ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ১২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন।

এতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ইউএনডিপি জেলা প্রতিনিধি মালিক শামীম আক্তার, রিপোটিং ও মনিটরিং কর্মকর্তা সোনিয়া সুলতানা, জেলা সমন্বয়কারী শরিফুল ইসলাম, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।