ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐতিহাসিক আহসান মঞ্জিলে হতে যাচ্ছে দেশের প্রথম সুফি ফেস্টিভ্যাল বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার দেশের স্থায়ী উন্নয়ন নিশ্চিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই : ফখরুল দেওয়ানগঞ্জে বিএনপির সম্মেলন ১৭ ফেব্রুয়ারি, নেতা-কর্মীরা উচ্ছ্বসিত দেওয়ানপাড়ায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান ইসলামপুরে গ্রেপ্তার বাংলাদেশকে বিপজ্জনক বর্জ্যের ভাগাড় হতে দেওয়া যাবে না : রিজওয়ানা সুইডেনে তুষার ঝড়ের কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত নয়াদিল্লিতে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

ইর্মাজিং এশিয়া কাপে ভারতকে হারিয়েছে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইর্মাজিং টিমস এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৬ নভেম্বর ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে ভারতকে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছিলো হংকংকে। আর ভারত ৭ উইকেটে হারিয়েছিলো নেপালকে।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় বাংলাদেশ। দলীয় ১৯ রানে ভারতের প্রথম উইকেটের পতন ঘটায় স্বাগতিকরা। শুরুর ধাক্কা সামলেও উঠলে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান বড় স্কোর গড়তে পারেননি। তবে চার নম্বরে নামা আরমান জাফর এক প্রান্ত আগলে অবলীলায় দলের রানের চাকা ঘুড়িয়েছেন। ৪০ রানের ইনিংস খেলে আরমানকে সঙ্গ দিয়েছিলেন কিনায়ক গুপ্ত।

৪৮তম ওভারের প্রথম বলে আউট হবার আগে সেঞ্চুরির স্বাদ নেন আরমান। ৮টি চার ও ৩টি ছক্কায় ৯৮ বলে ১০৫ রান করেন তিনি। ফলে ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৪৬ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের সুমন খান ৬৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া তানভীর ইসলাম-সৌম্য সরকার ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২৪৭ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার মোহাম্মদ নাইমকে হারায় বাংলাদেশ। ৯ বলে ১৪ রান করে ফিরেন নাইম। তবে শুরুর ধাক্কাটা দারুনভাবে সামলে উঠেন আরেক ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে ১৪৪ রান যোগ করেন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। সৌম্য ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৮ বলে ৭৩ রান করেন। হংকং-এর বিপক্ষে ৭৪ বলে অপরাজিত ৮৪ রান করেছিলেন সৌম্য।

হাফ-সেঞ্চুরি তুলে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দুভার্গ্য তার। ৯৪ রানে থেমে যান তিনি। ১৪টি চার ও ২টি ছক্কায় ৮৮ বলে ৯৪ রান করেন শান্ত।

সৌম্য-শান্ত’র দুর্দান্ত ব্যাটিং-এ জয়ের পথ পেয়ে যায় বাংলাদেশ। পরের দিকে ইয়াসির আলির ২১, আফিফ হোসেনের অপরাজিত ৩৪ ও জাকির হোসেনের অপরাজিত ২ রানে ৪৭ বল বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শান্ত।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২৪৬/১০, ৫০ ওভার (আরমান ১০৫, গুপ্ত ৪০, সুমন ৪/৬৪)।
বাংলাদেশ : ২৫০/৪, ৪২.১ ওভার (শান্ত ৯৪, সৌম্য ৭৩, রাথোর ১/১৬)।
ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক আহসান মঞ্জিলে হতে যাচ্ছে দেশের প্রথম সুফি ফেস্টিভ্যাল

ইর্মাজিং এশিয়া কাপে ভারতকে হারিয়েছে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইর্মাজিং টিমস এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৬ নভেম্বর ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে ভারতকে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছিলো হংকংকে। আর ভারত ৭ উইকেটে হারিয়েছিলো নেপালকে।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় বাংলাদেশ। দলীয় ১৯ রানে ভারতের প্রথম উইকেটের পতন ঘটায় স্বাগতিকরা। শুরুর ধাক্কা সামলেও উঠলে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান বড় স্কোর গড়তে পারেননি। তবে চার নম্বরে নামা আরমান জাফর এক প্রান্ত আগলে অবলীলায় দলের রানের চাকা ঘুড়িয়েছেন। ৪০ রানের ইনিংস খেলে আরমানকে সঙ্গ দিয়েছিলেন কিনায়ক গুপ্ত।

৪৮তম ওভারের প্রথম বলে আউট হবার আগে সেঞ্চুরির স্বাদ নেন আরমান। ৮টি চার ও ৩টি ছক্কায় ৯৮ বলে ১০৫ রান করেন তিনি। ফলে ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৪৬ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের সুমন খান ৬৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া তানভীর ইসলাম-সৌম্য সরকার ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২৪৭ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার মোহাম্মদ নাইমকে হারায় বাংলাদেশ। ৯ বলে ১৪ রান করে ফিরেন নাইম। তবে শুরুর ধাক্কাটা দারুনভাবে সামলে উঠেন আরেক ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে ১৪৪ রান যোগ করেন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। সৌম্য ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৮ বলে ৭৩ রান করেন। হংকং-এর বিপক্ষে ৭৪ বলে অপরাজিত ৮৪ রান করেছিলেন সৌম্য।

হাফ-সেঞ্চুরি তুলে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দুভার্গ্য তার। ৯৪ রানে থেমে যান তিনি। ১৪টি চার ও ২টি ছক্কায় ৮৮ বলে ৯৪ রান করেন শান্ত।

সৌম্য-শান্ত’র দুর্দান্ত ব্যাটিং-এ জয়ের পথ পেয়ে যায় বাংলাদেশ। পরের দিকে ইয়াসির আলির ২১, আফিফ হোসেনের অপরাজিত ৩৪ ও জাকির হোসেনের অপরাজিত ২ রানে ৪৭ বল বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শান্ত।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২৪৬/১০, ৫০ ওভার (আরমান ১০৫, গুপ্ত ৪০, সুমন ৪/৬৪)।
বাংলাদেশ : ২৫০/৪, ৪২.১ ওভার (শান্ত ৯৪, সৌম্য ৭৩, রাথোর ১/১৬)।
ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।