
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান নান্নুকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। চাকরি থেকে অবসরে যাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
১৪ নভেম্বর দুপুরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি (এসএমসি) ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পরিচালিত হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।