জামালপুর সুফল প্রকল্পের অবহিতকরণ সভা

সুফল প্রকল্পের অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে জামালপুর, গাইবান্দা ও কুড়িগ্রামের বন্যাকবলিত মানুষের পূর্বাভাসভিত্তিক পূর্ব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বন্যার বিপদাপন্নতা কমিয়ে আনার লক্ষ্যে জামালপুরে শুরু হওয়া সুফল প্রকল্পের অবহিতকরণ সভা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুফল প্রকল্পের কনসোর্টিয়াম ব্যবস্থাপক সুমাইয়া কবীর। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জাকিয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, উন্নয়ন সংঘের মানবম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ইসলামিক রিলিফ বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা শেখ মহিউদ্দিন, রাইমস ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক আরেফিন ফাহিম প্রমুখ। অনুষ্ঠানে কর্মসূচির ধারণাপত্র উপস্থাপন করেন রাইমস ইন্টারন্যাশনালের সিস্টেম ডেভেলপার নাজমুল হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক রিলিফ এর প্রকল্প ব্যবস্থাপক শুশান্ত চন্দ্র দে রায়।

সুফল প্রকল্পটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়নে দেড় বছরব্যাপী কার্যক্রম বাস্তবায়ন হবে বলে আয়োজক সংস্থা জানায়।

আন্তর্জাতিক দাতা সংস্থা ইকো এর অর্থায়নে পরিচালিত জামালপুরে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। অবহিতকরণ সভায় প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের মোট ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।