বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বকশীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ নভেম্বর দুপুরে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আফসার আলী, বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) তাহেরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহীদুল ইসলাম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, বাট্টাজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন ও সামাজিক সুরক্ষা কার্যক্রম, ধানুয়া কামালপুর স্থল বন্দরের উন্নয়ন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট মেরামত, পৌর এলাকায় শিশুপার্ক স্থাপন, বাল্যবিবাহ প্রতিরোধ, দারিদ্র বিমোচন করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।