বাংলারচিঠিডটকম ডেস্ক : পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার মাগুরমারি এলাকায় ৮ নভেম্বর বিকালে বাসের ধাক্কায় একটি ইজিবাইকের আরোহী সাতব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. ইউসুফ আলী জানান, একটি যাত্রীবাহী বাস সড়কে একটি ইজিবাইককে ধাক্কা দিলে পাঁচব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত অপর দুইব্যক্তিকে চিকিৎসার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।সূত্র:বাসস।