জামালপুরে জিয়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

বিপ্লব ও সংহতি দিবসের উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা জিয়া পরিষদ। ৮ নভেম্বর সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা জিয়া পরিষদের সভাপতি আইনজীবী মো. আব্দুল করিমের সভাপতিত্বে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি আইনজীবী মো. গোলাম নবী।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নওশের আলী, শহর শাখার সভাপতি হারুন অর রশিদ সরকার, সাধারণ সম্পাদক শামীম হোসেন, যুগ্মসম্পাদক আবুল কালাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক প্রমুখ।

আলোচনা সভায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।

sarkar furniture Ad
Green House Ad