মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। ৬ থেকে ১২ নভেম্বর এই সপ্তাহের কার্যক্রম চলবে। এ উপলক্ষে ৬ নভেম্বর সকালে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কোবাদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।
বক্তারা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। তাদের যে কোন দুর্যোগ মোকাবেলায় পাশে থাকার কথা ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা জামালপুর শহরের প্রধান সড়কে সচেতনামূলক মহড়া দেয়।