মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের আয়োজনে সদস্য সংগ্রহ অভিযান ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি আইনজীবী মো. গোলাম নবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্মআহবায়ক আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী মো. মনজুর কাদের বাবুল খান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবী হযরত আলী, আইনজীবী ফোরামনেতা আইনজীবী আব্দুল করিম, আইনজীবী আব্দুল হাই, আইনজীবী মোবারক হোসেন ও আইনজীবী নজরুল ইসলাম মোহন প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে কয়েকজন আইনজীবীকে সদস্য ফরম পূরণ করিয়ে জেলা আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়। পরে আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্মআহবায়ক আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া ও জামালপুর জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী রবিউল আলম বাবলু অসুস্থ থাকায় তাদের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।