জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলার হামিদপুর এলাকা থেকে ট্রেনেকাটা পড়ে নিহত পঞ্চাশোর্ধ বয়সের অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে জামালপুর জিআরপি থানা পুলিশ। ৪ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জেএম লোকাল ট্রেনেকাটা পড়ে নিহত হন ওই নারী।
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বাংলারচিঠিডটকমকে জানান, ট্রেনেকাটা পড়ে নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ৫ নভেম্বর সকালে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।