দেওয়ানগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২ নভেম্বর জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা গণগ্রন্থাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, অধ্যাপক শাহজাহান আকন্দ, সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল প্রমুখ।