দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ, পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি,’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। ২৬ অক্টোবর সকালে মডেল থানা চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মায়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান। উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সালামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশের সভাপতি বাবু নারায়ণ চন্দ্র সাহা, জেলা পরিষদ সদস্য আসলাম হোসেন, চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ, দেওয়ানগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ছামিউল হক, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা প্রসন্ন চন্দ্র সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক মামুনুর রশিদ মুমুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্মআহবায়ক মানিক উল্লাহ মানিক।
অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় সুধীজন অংশ নেন।