জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। ২৬ অক্টোবর সকালে শহরের বকুলতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জামালপুর পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি ও পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, তরঙ্গ মহিলা সংস্থার সভানেত্রী শামিমা খানম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদেক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান, কমিউনিটি পুলিশিং পৌর শাখার কার্যকরী কমিটির সদস্য আইনজীবী বিপ্লব দে বাচ্চু, পৌর কাউন্সিল হেলাল উদ্দিন, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীনসহ পুলিশ প্রশাসন, কমিউনিটি পুলিশ সদস্য, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাব্বত কবির।

পরে কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখার জন্য পুলিশ সদস্যসহ অনেকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে পুলিশ লাইন্স মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

sarkar furniture Ad
Green House Ad